প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশ

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনদের নিয়ে এক সুধী সমাবেশের আয়োজন করে প্রথম আলো। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে হয় এই সুধী সমাবেশে। এসেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিক, সরকারি-বেসরকারি বর্তমান ও সাবেক কর্মকর্তা, দেশি-বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকারকর্মী এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের কিছু চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১৩
অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়
২ / ১৩
গণ-অভ্যুত্থানের সময় প্রথম আলোর ফটোসাংবাদিকদের তোলা নির্বাচিত ছবি নিয়ে প্রকাশ করা হয়েছে ‘মুক্ত করো ভয়’ নামে ফটো জার্নাল। দেশের প্রখ্যাত চিত্রশিল্পী শহীদ কবির অভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাঈদকে নিয়ে ‘চির উন্নত মম শির’ নামে একটি ছাপচিত্র করেছেন। এগুলো এখানে প্রদর্শন করা হয়
৩ / ১৩
লতিফুর রহমানের নামে চালু করা বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
৪ / ১৩
জুলাই-আগস্ট অভ্যুত্থানকে নিয়ে লেখা ও সুর করা গান পরিবেশন করেন পারশা মেহজাবিন
TANVIR AHAMMED
৫ / ১৩
বিদেশি এক কূটনীতিকের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
৬ / ১৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন
৭ / ১৩
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় ও কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
৮ / ১৩
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা এসেছিলেন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে
৯ / ১৩
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ও অভিনয়শিল্পী দিলারা জামান যোগ দিয়েছিলেন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে
১০ / ১৩
সংগীত ও অভিনয়জগতের অনেক তারকার দেখা মেলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে
১১ / ১৩
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা (বাঁ থেকে) ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, রুপনা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা
১২ / ১৩
জাতীয় নাগরিক কমিটির সদস্যরা যোগ দিয়েছিলেন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে
১৩ / ১৩
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে উপস্থিত হন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা