টিসিবির পণ্যের জন্য মানুষের ভিড়

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। ট্রাকের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় তাঁদের। অনেকে পণ্য পান। অনেকের ভাগ্য আবার সুপ্রসন্ন থাকে না। পণ্য শেষ হয়ে গেলে লাইনে দাঁড়িয়েও তাঁদের ফিরে যেতে হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির ছবি নিয়ে এ ছবির গল্প।

১ / ৯
টিসিবির পণ্য কেনার টোকেন নিতে মানুষের ভিড়। মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
টিসিবির পণ্য নেওয়ার জন্য অপেক্ষা। মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৯
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তবেই পাওয়া যায় টিসিবির পণ্য। জামালখান এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৪ / ৯
লাইনে নারীদের সংখ্যা ছিল বেশি। জামালখান এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৫ / ৯
ডাল পরিমাপের পর প্যাকেট করা হচ্ছে। জামালখান এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৬ / ৯
লাইন ছড়িয়ে পড়েছে বেশ খানিকটা জায়গাজুড়ে। মিরপুর-১০ গোলচত্বর, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৭ / ৯
টিসিবির ট্রাক গন্তব্যে এলে অপেক্ষারত মানুষ পেছনে দৌড়াতে শুরু করেন। মিরপুর কালশী মোড় এলাকা, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৮ / ৯
পাঁচ কেজি করে চাল মেপে দেওয়া হচ্ছে। দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৯ / ৯
লাইনে দাঁড়িয়ে স্ত্রী। পাশেই মেয়েকে কোলে নিয়ে অপেক্ষা করছেন মোহাম্মদ সবুজ। দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল