জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট
পাবনার চাটমোহর উপজেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট আসর বসেছিল ৫ জানুয়ারি। বিভিন্ন জেলার ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলোতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় ছিলেন। আটটি করে দল নিয়ে নন-র্যাঙ্কিং ও র্যাঙ্কিং—এই দুই পর্বে খেলা হয়। চাটমোহর স্পোর্টস একাডেমির আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনালে নন-র্যাঙ্কিং পর্বে মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের-রাব্বী জুটি এবং র্যাঙ্কিং পর্বে টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি চ্যাম্পিয়ন হন। চাটমোহর উপজেলার বালুচর মাঠে দেশি-বিদেশি খেলোয়াড়দের ব্যাডমিন্টন খেলা নিয়ে এবারের ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০