রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানী ঢাকায় বুধবার রাত থেকে একটানা বৃষ্টি ঝরেছে। এতে বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃহস্পতিবার মতিঝিলের আরামবাগ ও পুরান ঢাকায় মানুষের দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।  

১ / ১২
মতিঝিলে বৃষ্টির পানিতে ডুবেছে সড়ক। পানি মাড়িয়ে চলছে যানবাহন।
২ / ১২
সড়কে জমা পানি কমাতে পাশের ড্রেনের মুখ স্বেচ্ছায় পরিষ্কার করছেন কয়েকজন।
৩ / ১২
জলাবদ্ধতায় ফুটপাত দিয়ে চলাও দায়।
৪ / ১২
বৃষ্টির পানিতে ডুবে গেছে পুরো সড়ক।
৫ / ১২
জলাবদ্ধতার মধ্যে সড়কে উল্টো পথে যাচ্ছে একটি রিকশাভ্যান।
৬ / ১২
বৃহস্পতিবার সকালেও ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
৭ / ১২
জলাবদ্ধতার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তি বাড়ে অনেকের।
৮ / ১২
বৃষ্টির মধ্যে স্কুলপড়ুয়া শিশুদের নিয়ে যাচ্ছেন এক অভিভাবক।
৯ / ১২
জলাবদ্ধতার কারণে যানজটে স্থবির পুরো মতিঝিল এলাকা।
১০ / ১২
জলাবদ্ধতার মধে৵ যাত্রী নিয়ে বিপাকে এক রিকশাচালক।
১১ / ১২
বৃষ্টি হলেই পুরান ঢাকার আগাসাদেক লেনে জলাবদ্ধতা দেখা দেয়।
১২ / ১২
সংস্কারের পরও কাজী আলাউদ্দীন সড়কের জলাবদ্ধতার সমাধান হয়নি।