খামারে খাঁচায় মুরগি পালন
এনামুল হক পেশাদার খামারি। শিক্ষার্থী থাকাকালে ২০০৯ সালে মাত্র ২৭টি মুরগি নিয়ে বাড়িতেই লালন–পালন শুরু করেন তিনি। তবে রংমিস্ত্রির কাজও করতেন। পরে রংমিস্ত্রির কাজ ছেড়ে পুরোদমে খামারি বনে যান। চড়াই–উতরাই পেরিয়ে এখন তাঁর খামারে রয়েছে চার হাজার হাইলাইন ব্রাউন মুরগি। এ ছাড়া বাড়িতে আরও এক হাজার ব্রয়লার ও চার হাজার সোনালি মুরগি পালনের জায়গা তৈরি করেছেন। এনামুলের মুরগির খামার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—