‘আমের রাজা’ আম্রপালি

আম্রপালি এখন দেশের সবচেয়ে বেশি উৎপাদিত আম। দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানিতেও শীর্ষে এই জাতের আম। দেশে গত এক দশকে সবচেয়ে দ্রুতগতিতে বাগান বেড়েছে আম্রপালির। রাজশাহীর তানোরের মুণ্ডুমালা মন কালিতলা গ্রামে এক বাগানে তিন হাজার আম্রপালির গাছ আছে। সাত ব্যবসায়ী বাগানটি ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন। ছবিগুলো সম্প্রতি ওই বাগানে তোলা।

১ / ১১
গাছে গাছে ঝুলছে ছোট–বড় আম্রপালি আম।
২ / ১১
আম্রপালির নতুন জাত আম্রপালি-১০।
৩ / ১১
মিষ্টতা ও সুগন্ধের কারণে আম্রপালির কদর বেশি।
৪ / ১১
গাছ থেকে আম সংগ্রহ করছেন শ্রমিকেরা।
৫ / ১১
গাছ থেকে পাড়া আম বাগানেই ওজন করা হচ্ছে।
৬ / ১১
বাঁশ দিয়ে ফলবাহী গাছ নুইয়ে পড়া ঠেকানোর চেষ্টা।
৭ / ১১
বৃষ্টি থেকে রক্ষায় পলিথিনের নিচে রাখা হয়েছে আম।
৮ / ১১
গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছেন শ্রমিকেরা।
৯ / ১১
বাগানেই ঝুড়িতে ভরা হচ্ছে সদ্য পেড়ে আনা আম।
১০ / ১১
আড়তে পাঠানোর জন্য ঝুঁড়িতে তোলা আম নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
১১ / ১১
আড়তে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে আম।