লজ্জাবতী ফুল

ঝোপ, জঙ্গল বা পরিত্যক্ত জায়গার এক কোণে থাকে লজ্জাবতীগাছ। ছোট হওয়ায় সহজে চোখে পড়ে না। স্পর্শ করলেই এর পাতা গুটিয়ে যায়। যেন লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নেয়, তাই এর নাম লজ্জাবতী। লজ্জাবতী ফুলও অনেক সুন্দর। হেমন্ত ও শীতের সকালে দেখা মেলে এই ফুলের। সম্প্রতি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে লজ্জাবতীর ছবি তুলেছেন আনিস মাহমুদ।

১ / ১০
সকালবেলা লজ্জাবতী ফুলের সৌন্দর্য
২ / ১০
পথের ধারে ঝোপের মধ্যে দেখা মেলে লজ্জাবতীগাছের
৩ / ১০
বিলের পাশে ফুটে আছে লজ্জাবতী ফুল
৪ / ১০
গোলাপি লজ্জাবতীর স্নিগ্ধতা
৫ / ১০
লজ্জাবতী ফুলে ভ্রমর
৬ / ১০
লজ্জাবতী ফল ছোট হয়
৭ / ১০
লজ্জাবতী ফুলে বাহারি প্রজাপতি
৮ / ১০
লজ্জাবতীগাছের মাথায় ফড়িং
৯ / ১০
আসছে ভ্রমরও
১০ / ১০
স্পর্শে গুটিয়ে যায় লজ্জাবতীগাছের পাতা