হেমন্তে অন্য রূপে ‘উৎমাছড়া’

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার ‘উৎমাছড়া’ জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পাহাড়ের কোলে পাহাড়ি উৎমাছড়ার সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছুটে আসে। বর্ষায় ছড়ার পানির স্রোতের আওয়াজ মনোমুগ্ধকর। তবে হেমন্তে পানি কমে গিয়ে পাথুরে উৎমাছড়া প্রকৃতিপ্রেমীদের কাছে অন্য রূপে ধরা দেয়। পানির তীব্র স্রোত না থাকলেও পাথরের ফাঁকে পানির কল কল প্রাকৃতিক সুর এবং পাথুরে উৎমাছড়া হেমন্তেও বেশ মায়াময়। এই হেমন্তেও ঘুরতে যেতে পারেন উৎমাছড়ায়। ছবিগুলো সম্প্রতি তোলা

১ / ৮
‘উৎমাছড়া’—সর্বত্র পাথর ছড়ানো
২ / ৮
হেমন্তে এই ছড়ার ভিন্ন রূপ দেখতে আসেন পর্যটকেরা
৩ / ৮
স্বচ্ছ পানির কলকল আওয়াজ মুগ্ধ করে আগত পর্যটকদের
৪ / ৮
স্রোতহীন উৎমাছড়ায় স্বচ্ছ পানি ও পাথর
৫ / ৮
শিশুদের নিয়ে এখানে বেড়াতে আসেন অনেকে
৬ / ৮
উৎমাছড়ায় কম পানিতে হেঁটে জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যজীবী
৭ / ৮
উৎমাছড়ায় পানি কম থাকায় গরু পার করে নিয়ে যাচ্ছে দুই শিশু
৮ / ৮
নিজের মুঠোফোনে হেমন্তে উৎমাছড়ার সৌন্দর্য ধারণ করছেন এক দর্শনার্থী