৩৬৫ পুকুর ঘিরে রাজা–রানির প্রেমের গল্প
একটি নয়, দুটি নয় একেবারে ৩৬৫ পুকুর। তা–ও গায়ে গা ঘেঁষে। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে চক-চান্দিরা গ্রামের পুকুরগুলো নিয়ে স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে একটি গল্প। আর তা হলো, অসুস্থ রানি সুস্থ হবেন—এমন বিশ্বাসে রাজার আদেশে ৩৬৫টি পুকুর খনন করা হয়েছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজা-রানি ও রাজ্য। কিন্তু কালের সাক্ষী হয়ে আছে সারি সারি পুকুর।
অর্জুন, আকাশমণি, জারুল, শাল, ইউক্যালিপটাসসহ নানা প্রজাতির গাছ চোখে পড়ে পুকুরগুলোর চারপাশে। ছবিগুলো সম্প্রতি তোলা।
আরও পড়ুন
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬