বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা মেডিকেল ও নিউমার্কেট এলাকা

রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। সেই বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক ডুবে গেছে। আজ শুক্রবার ছুটির দিন বলে চাকরিজীবী, শিক্ষার্থীসহ অনেকেই বের হননি। তবে জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিদে বের হয়ে দুর্ভোগে পড়েছেন মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে জলাবদ্ধতায় বিপাকে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। অন্যদিকে নিউমার্কেট ও আজিমপুর এলাকাতে কোমরপানি জমে চরম ভোগান্তি পড়েন চলাচলকারীরা।

১ / ৯
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বাইরে জলাবদ্ধতার কারণে রোগীকে ভ্যানে করে ভেতরে নেওয়া হচ্ছে
২ / ৯
চিকিৎসারত অবস্থায় পায়ে ব্যান্ডেজ নিয়েই জল মাড়িয়ে যাচ্ছেন একজন রোগী
৩ / ৯
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বাইরে জলাবদ্ধতায় বিপাকে পড়েন রোগীর স্বজনেরা
৪ / ৯
নিউমার্কেটের ভেতরে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা
৫ / ৯
নিউমার্কেট থেকে ভ্যানে করে মালপত্র সরিয়ে নেওয়া হয়
৬ / ৯
নিউমার্কেট জলমগ্ন। ফটকে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী
৭ / ৯
নিউমার্কেটের ফুটপাতে দোকানিরা পানি থেকে মালপত্র বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন
৮ / ৯
সকালে কর্মস্থলে এসেও জলাবদ্ধতার কারণে দোকান খুলতে পারেননি কেউ
৯ / ৯
আজিমপুর সড়কে কোমরপানি পেরিয়ে রিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন লোকজন