শীতে শিশুর প্রতি বাড়তি যত্ন

পৌষের দ্বিতীয়ার্ধে দেশের বেশির ভাগ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। দেখা মিলছে না সূর্যের। এতে শিশুকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে। শীতের এই সময়ে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ বেড়ে যায়। এ জন্য শিশুদের গরম কাপড় মুড়িয়ে নিয়ে বাইরে বের হন অভিভাবকেরা। চট্টগ্রামে শীতের এমন কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

১ / ৭
ছোট্ট শিশুটিকে গরম কাপড়ে মুড়িয়ে বের হয়েছেন একজন অভিভাবক।
২ / ৭
ঠান্ডা যেন না লাগে, সে জন্য শিশুটির মাথা ঢেকে রাখা হয়েছে।
৩ / ৭
সূর্যের দেখা নেই। তাই শিশুকে পর্যাপ্ত শীতের পোশাক পরিয়ে বের হয়েছেন এই অভিভাবক।
৪ / ৭
পরম মমতায় শিশুকে বুকে জড়িয়ে অভিভাবকের পথচলা।
৫ / ৭
শীতের পোশাকে মোড়ানো শিশুর হাসিমুখ।
৬ / ৭
ঠান্ডা থেকে শিশুকে রক্ষায় অভিভাবকের সতর্কতা।
৭ / ৭
নগরীর ফুটপাতে জমে উঠেছে গরম কাপড় বিক্রি।