শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বহু গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়া বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ছবিগুলো গতকাল রবি ও আজ সোমবার তোলা।

১ / ৮
বন্যায় পানিতে ভেলায় চড়ে এগিয়ে চলেছেন দুই নারী।
২ / ৮
ত্রাণ হাতে নিয়ে বন্যার পানিতে সাঁতরে স্বজনের কাছে যাচ্ছে এক শিশু।
৩ / ৮
কোমরপানি ভেঙে গন্তব্যের পথে এক বৃদ্ধ।
৪ / ৮
ঘরের মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় খাটের ওপর আসবাব রাখছেন এক নারী।
৫ / ৮
শিশুকে নিয়ে বন্যার পানি ভেঙে এগোচ্ছেন এক ব্যক্তি।
৬ / ৮
শিশুকে কাঁধে নিয়ে পানি পার হচ্ছেন এক ব্যক্তি।
৭ / ৮
বন্যার কারণে গবাদিপশুকে স্কুলের বারান্দায় আশ্রয় দেওয়া হয়েছে।
৮ / ৮
সড়কে বন্যার পানি উঠে পড়েছে। এর মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।