দিনাজপুরের টমেটোর বাজার

ভোরের আলো ফোটার আগেই শুরু হয় দিনাজপুর সদর উপজেলার গাবুড়া টমেটো বাজার। প্রায় দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ভ্যান, ট্রাক, মোটরসাইকেল, পিকআপ আর মানুষে মানুষে ঠাসাঠাসি থাকে বাজার এলাকা। সকাল নয়টার মধ্যে দর-কষাকষি এবং কেনাবেচা শেষ। এরপর বিকেল পর্যন্ত চলে গাড়ি লোড করা। ট্রাকে করে টমেটো যায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে। গত মঙ্গলবারের বাজার নিয়ে আজকের ছবির গল্প

১ / ৮
টমেটো বাছাই করে ক্রেটে (প্লাস্টিকের ঝুড়ি) ভরছেন শ্রমিকেরা
২ / ৮
এক ক্রেটে টমেটো থাকে ২৫-২৬ কেজি
৩ / ৮
প্রতিবছর মার্চ মাসের মাঝামাঝি শুরু হয়ে জুনের শেষ পর্যন্ত চলে এই বাজার
৪ / ৮
দেশের বিভিন্ন এলাকার আড়াই থেকে তিন শ পাইকার আসেন টমেটো কিনতে
৫ / ৮
প্রতিটি ট্রাকে ৫৬০ ক্রেট পর্যন্ত টমেটো লোড করা হয়
৬ / ৮
এই বাজার থেকে মৌসুমে দৈনিক ৯০-১০০টি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় টমেটো যায়
৭ / ৮
প্রায় দেড় কোটি টাকার টমেটো কেনাবেচা হয়েছে গাবুড়া বাজারে
৮ / ৮
দৈনিক গড়ে দেড় থেকে দুই কোটি টাকার টমেটো কেনাবেচা হয় দিনাজপুরের গাবুড়া বাজারে