২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সারা দেশের কর্মীদের নিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল দেশের সর্ববৃহৎ সংবাদমাধ্যম প্রথম আলো। রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। আলোচনা, কুইজ, সেরা কর্মীর পুরস্কারসহ নানা আয়োজনে অংশ নেন প্রথম আলোর কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। সবশেষে কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

১ / ১৪
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের ছবি ফ্রেমবন্দী করছেন সংবাদমাধ্যমটির কর্মীরা।
২ / ১৪
সেলফি তোলায় ব্যস্ত প্রথম আলোর কয়েকজন নারী কর্মী।
৩ / ১৪
‘জেগেছে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন প্রথম আলোর কর্মীরা।
৪ / ১৪
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সঞ্চালনা করছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।
৫ / ১৪
অনুষ্ঠানে কথা বলছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
৬ / ১৪
ঝুঁকি নিয়ে সরকার পতনের আন্দোলনের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা শোনাচ্ছেন প্রথম আলোর কয়েকজন সাংবাদিক।
৭ / ১৪
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
৮ / ১৪
কুইজে অংশ নিয়ে পুরস্কার নিচ্ছেন তাঁরা।
৯ / ১৪
বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
১০ / ১৪
বন্যায় ত্রাণ দেওয়ার অভিজ্ঞতা জানাচ্ছেন বন্ধুসভার সদস্য ও জেলা প্রতিনিধিরা।
১১ / ১৪
সংগীত পরিবেশন করছেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।
১২ / ১৪
প্রথম আলোয় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন কয়েকজন জেলা প্রতিনিধি।
১৩ / ১৪
কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
১৪ / ১৪
পুরস্কার হাতে প্রথম আলোর কর্মীরা।