শাপলা যখন আয়ের উৎস
ঋতু হিসেবে বর্ষা বিদায় নিয়ে এখন শরৎ। কিন্তু এখনো দেশের বিভিন্ন নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে আছে। আর বিলগুলো ফিরে পেয়েছে প্রাণ। মুন্সিগঞ্জের সিরাজদিখান এর প্রমাণ। বিলগুলো শাপলায় ছেয়ে আছে। এখানকার কৃষকেরা এখন শাপলা ফুল থেকে আয়ের পথ খুঁজে পেয়েছেন।