শরতের কাশবন
শরৎ এলেই সাদা সাদা তুলার মতো কাশফুলে ছেয়ে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারপাশ। ঘ্রাণহীন এ ফুলের আছে ভিন্ন এক রূপ। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়ে ফুটেছে রূপে অপরূপ কাশফুল। বাতাসে দোল খাওয়া কাশফুলের এই সৌন্দর্য যে কারও মনে দেয় প্রশান্তির ছোঁয়া। তাই দূরদূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা প্রতিদিনই ছুটে যাচ্ছেন সেখানে। ছবিতে ছবিতে এই কাশবনের গল্প বলেছেন এম সাদেক।