‘নার্সারি গ্রামে’ গোলাপের মেলা

বগুড়া শহর থেকে উত্তরে মহাসড়ক ঘেঁষে পাশাপাশি দুটি গ্রাম। একটির নাম গোকুল ও অন্যটি ধাওয়াকোলা। গ্রাম দুটিকে ‘নার্সারি গ্রাম’ বললেও ভুল হবে না। কারণ, দুই গ্রামে নার্সারি আছে শতাধিক। বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে দুই গ্রামে গোলাপ ফুলের মেলা বসেছিল। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছিলেন গোলাপ বাগান থেকে দরদাম করে গোলাপ ফুল কিনতে। সম্প্রতি তোলা ছবি।

১ / ১০
মালিকের কাছ থেকে বাগানে থাকা সব ফুল কিনে নিয়েছেন ব্যবসায়ী আবু বক্কর মিয়া। কিনে নেওয়ার পর বাগানের ফুল তুলছেন তিনি।
২ / ১০
বাগান থেকে তোলা ফুল হাতে নার্সারির এক কর্মী।
৩ / ১০
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য গোলাপ ফুল কিনতে এসেছে কয়েকজন শিক্ষার্থী।
৪ / ১০
বাগানের মাটিতে পড়ে আছে গোলাপ ফুলের পাপড়ি। সময়মতো ফুল না তুললে অনেক ফুল বাগানেই ঝরে যায়।
৫ / ১০
বাগানে শোভা পাচ্ছে হাঁড়িগোলাপ ফুল।
৬ / ১০
হাইব্রিড জাতীয় ফুল কাঁচা হলুদ গোলাপ।
৭ / ১০
বাগানে ফুটেছে দেশি লিলি গোলাপ।
৮ / ১০
সকালের রোদে চকচক করছে দুটি গোলাপ।
৯ / ১০
গোলাপ ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত এক শ্রমিক।
১০ / ১০
বাগানে ফুটে থাকা গোলাপ দেখছেন এক ব্যবসায়ী।