পাহাড়ে ভারী বৃষ্টি ঝুঁকি নিয়ে বসবাস

চট্টগ্রামে চার দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। জারি হয়েছে পাহাড়ধসের সতর্কবার্তা। তবে সতর্কতা আমলে নিচ্ছেন না কেউ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চার দিনে একজন লোকও আশ্রয়কেন্দ্রে যাননি। এ কারণে পাহাড়ধস হলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নগরের লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় দেখা যায়, প্রতিটি পরিবার পাহাড়ের পাদদেশ এবং গায়ে গড়ে ওঠা বাসায় বসবাস করছে। চলমান রয়েছে বৃষ্টি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার তোলা ছবি দিয়ে ছবির গল্প।

১ / ৯
২০১১ সালের ১ জুলাই বাটালি হিলের এই অংশে পাহাড় ধসে নিহত হয় ২১ জন। কিন্তু এখনো সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে লোকজন
২ / ৯
ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও সেখানে গড়ে উঠছে বসতি
৩ / ৯
বাটালি হিলের গায়ে তৈরি করা ঘরে ঝুঁকি নিয়ে বসবাস
৪ / ৯
পাহাড় ঘেঁষে তৈরি করা ঘরে চলছে গৃহস্থালি কাজ
৫ / ৯
স্তরে স্তরে তৈরি করা হয়েছে বসতি
৬ / ৯
পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে লোকজন
৭ / ৯
তৈরি করা হচ্ছে নতুন পাকা ঘর
৮ / ৯
খাঁড়া পাহাড়ের নিচে তৈরি করা বসতঘর
৯ / ৯
টাংকির পাহাড়ে তৈরি করা বসতঘরে ঝুঁকি নিয়ে বসবাস করছে লোকজন