কর্ণফুলী টানেল প্রায় ফাঁকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল খুব একটা ব্যবহার করছেন না গাড়িচালকেরা। চালুর পর প্রথম বছরে টানেল দিয়ে যেখানে প্রতিদিন সাড়ে ১৮ হাজার গাড়ি চলাচল করার কথা, সেখানে চলছে ৪ হাজারের কম। টোল থেকে ১০ লাখ ৩৭ হাজার টাকা আয় হলেও রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচ হচ্ছে ৩৭ লাখ ৪৬ হাজার টাকা। এক বছরে আয়-ব্যয়ের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। টানেল দিয়ে যানবাহন চলাচলের এমন হতাশাজনক চিত্র আগামী পাঁচ বছরেও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় টানেল দিয়ে আনুষ্ঠানিকভাবে গাড়ি চলাচলের এক বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। গত বছরের ২৯ অক্টোবর যাতায়াতের জন্য এ টানেল উন্মুক্ত করে দেওয়া হয়।

১ / ১২
টানেলের প্রবেশমুখে দেওয়া ছাউনি।
২ / ১২
সুনসান টানেল এলাকা।
৩ / ১২
গাড়ি থেকে আদায় করা হচ্ছে টোল।
৪ / ১২
নেই কোনো গাড়ি, ফাঁকা টোল প্লাজা।
৫ / ১২
আনোয়ারা অংশে ফাঁকা সড়ক।
৬ / ১২
টানেলের সড়কে চলছে সংস্কারকাজ।
৭ / ১২
ফাঁকা টানেল।
৮ / ১২
টানেল দিয়ে মাঝেমধ্যে চলছে দুই–একটি গাড়ি।
৯ / ১২
টানেলে গাড়ি অতিরিক্ত গতিতে চললে এভাবে লাল ক্রস চিহ্ন দেখা যায়
১০ / ১২
অলস সময় পার করছেন নিরাপত্তা কর্মীরা।
১১ / ১২
টানেল এলাকায় করা হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ।
১২ / ১২
পতেঙ্গা অংশে টানেলের ফাঁকা সড়ক।