ট্যানারি চলে গেছে, রয়ে গেছে দুর্গন্ধ
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরে গেছে। কারখানা না থাকলেও চামড়া শিল্পের অনেক কাজ এই এলাকায় হয়। জুতা ও ব্যাগ তৈরির কাজে লাগে আঠা। এই আঠা বানানো হয় চুল্লিতে চামড়া গলিয়ে। পরে রোদে শুকাতে হয় গলানো চামড়া। এর ফলে চারপাশে বিকট গন্ধ ছড়ায়। এই কারণে হাজারীবাগ থেকে ট্যানারি সরে গেলেও এখনো চামড়ার বিকট গন্ধ রয়ে গেছে। ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০