ট্যানারি চলে গেছে, রয়ে গেছে দুর্গন্ধ

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরে গেছে। কারখানা না থাকলেও চামড়া শিল্পের অনেক কাজ এই এলাকায় হয়। জুতা ও ব্যাগ তৈরির কাজে লাগে আঠা। এই আঠা বানানো হয় চুল্লিতে চামড়া গলিয়ে। পরে রোদে শুকাতে হয় গলানো চামড়া। এর ফলে চারপাশে বিকট গন্ধ ছড়ায়। এই কারণে হাজারীবাগ থেকে ট্যানারি সরে গেলেও এখনো চামড়ার বিকট গন্ধ রয়ে গেছে। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১০
হাউসে লবণ দেওয়া চামড়ার টুকরা ভিজিয়ে রাখা হয়েছে
২ / ১০
চামড়ার টুকরায় লাগানো লবণ ধুয়ে নিচ্ছেন শ্রমিকে‍রা
৩ / ১০
হাত-পা চামড়া ভেজা পানিতে ডুবিয়ে কাজ করছেন একজন শ্রমিক
৪ / ১০
চামড়ায় লেগে থাকা পশুর পাতলা লোম আলাদা করে রাখা হয়েছে। ভিন্ন কাজে ব্যবহারের জন্য এগুলো বিক্রি হবে।
৫ / ১০
কাজ শেষে হাত ধুচ্ছেন একজন শ্রমিক
৬ / ১০
চুল্লিতে চামড়া গলানোর কাজ চলছে
৭ / ১০
গলানো চামড়া ঢালার আগে ট্রেতে শর্ষের তেল লাগানো হচ্ছে
৮ / ১০
সারি সারি ট্রেতে ঢেলে রাখা হয়েছে গলানো চামড়া
৯ / ১০
গলানো চামড়ায় পড়ে লেপটে রয়েছে দুটি ফড়িং
১০ / ১০
আঠা তৈরি হয়ে গেলে ট্রে থেকে তুলে সাজিয়ে রাখা হয়েছে