গরমে অতিষ্ঠ জনজীবন

দাবদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। গরমের তীব্রতায় ছোট–বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। দেশের বেশির ভাগ এলাকার মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। কৃষক, দিনমজুর ও রিকশাচালকদের কষ্ট অনেক বেশি।

১ / ৬
গরম থেকে স্বস্তি পেতে মাথায় পানি দিচ্ছেন এক রিকশাচালক। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ মে
ছবি: সাজিদ হোসেন
২ / ৬
প্রখর রোদ থেকে রক্ষা পেতে শিশুর মাথায় গামছা দিচ্ছেন মা। মিটফোর্ড ঘাট, ঢাকা ৮ মে
ছবি: দীপু মালাকার
৩ / ৬
রোদ থেকে নিজেকে বাঁচাতে গামছা দিয়ে মাথা ঢাকছেন এক ব্যক্তি। মিটফোর্ড ঘাট, ঢাকা ৮ মে
ছবি: দীপু মালাকার
৪ / ৬
তপ্ত দুপুরে ঘামে ভিজে গেছে দিনমজুরের পোশাক। ছালিয়া, সিলেট, ৮ মে
ছবি: আনিস মাহমুদ
৫ / ৬
প্রখর রোদে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। স্টেশন রোড, সিলেট ৮ মে
ছবি: আনিস মাহমুদ
৬ / ৬
রোদ থেকে বাঁচতে গাছের ডাল ও পাতা মাথায় বেঁধে জমিতে কাজ করছেন কৃষকেরা। কোমরপুর, দোগাছি, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ