আইডিএলসি–প্রথম আলো এসএমই পুরস্কার

সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ, এমন এসএমই উদ্যোক্তাদের সম্মানিত করতে ২০২১ সালে চালু করা হয় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই পুরস্কারের তৃতীয় আসর। এ বছর আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেয়েছেন পাঁচ প্রতিষ্ঠানের ছয়জন উদ্যোক্তা। কৃষি, প্রযুক্তি, উৎপাদন, রপ্তানি শিল্প ও নারী উদ্যোক্তা—এই পাঁচ শ্রেণিতে তাঁরা এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

১ / ৯
ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন, সেই সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২ / ৯
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন।
৩ / ৯
জুরিদের বিবেচনায় দুটি প্রতিষ্ঠানের দুজন উদ্যোক্তাকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ইনোভেশন গ্যারেজের এমডি এ এস এম আশিকুর রহমান এবং কাঁকন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ওয়ার্কশপের এমডি মো. মাহমুদুন্নবী বিপ্লব।
৪ / ৯
সম্মানিত জুরি সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন।
৫ / ৯
প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৬ / ৯
সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
৭ / ৯
আইডিএলসি–প্রথম আলো এসএমই পুরস্কার ২০২৩ বিজয়ীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা ফটোসেশনে অংশ নেন।
৮ / ৯
অনুষ্ঠান শুরু হয় আইডিএলসির এসএমই থিম সংয়ের ওপর কোরিওগ্রাফ দিয়ে। ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নৃত্য পরিবেশন করে সোহাগ ড্যান্স গ্রুপ।
৯ / ৯
নৃত্যনন্দনের নৃত্য পরিবেশনা। নৃত্য পরিচালনা করেছেন শর্মিলী বন্দ্যোপাধ্যায়।