ভাঙনের কবলে যমুনার চরাঞ্চল

যমুনার চরাঞ্চলের অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর বাটিয়া, চর শালুকা, চর ঘাগুয়া, জামথল, টেংরাকুড়া ও পাকুরিয়াচর ভাঙনের কবলে পড়েছে। এ কারণে কমে যাচ্ছে আবাদি জমি। চরাঞ্চলে নদীভাঙনের কয়েকটি ছবি নিয়ে এই ছবির গল্প।

১ / ৬
শুষ্ক মৌসুমে ভেঙে যাচ্ছে চর ঘাগুয়া।
২ / ৬
ভাঙনের কবলে টেংরাকুড়াচর।
৩ / ৬
ভাঙনকবলিত চরে ট্রাক্টরে চাষাবাদে ব্যস্ত কৃষক।
৪ / ৬
ভাঙন চলছে। পাশ দিয়ে নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
৫ / ৬
পড়ন্ত বেলায় নদীতে মাছ শিকারে নেমেছেন এক জেলে।
৬ / ৬
ভাঙনকবলিত চর দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন।