গ্রীষ্মের নজরকাড়া ফুল

গ্রীষ্মকালের তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবন। এ সময় অবশ্য সড়কের পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালুসহ নানা ফুলের বাহার। আর এসব ফুল গাছে ছোটাছুটি করছে ভোমরা, মৌমাছিসহ নানা জাতের পাখি। আর এই দৃশ্য তীব্র গরমেও একটু প্রশান্তি এনে দিচ্ছে পথচারীদের হৃদয়ে। গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ৮
গাছে ঝুলে থাকা সোনালু নজর কাড়ে সবার
২ / ৮
কৃষ্ণচূড়ার ডালে বসে আছে দোয়েল
৩ / ৮
ফুল দেখতে পার্কে হেঁটে বেড়াচ্ছে লোকজন
৪ / ৮
থোকায় থোকায় ফুটে আছে জারুল
৫ / ৮
নজর কাড়ে লাল সোনাইল/ক্যাশিয়া জাভানিকা
৬ / ৮
থোকায় থোকায় ফুটে আছে লাল সোনাইল/ক্যাশিয়া জাভানিকা
৭ / ৮
সবুজের মধ্যে হলুদ রঙে ফুটে থাকা চন্দ্রপ্রভা
৮ / ৮
মধু খেতে কনকচূড়া ফুলে ওড়াউড়ি করছে ভোমরা