সিলেটে টাটকা শাকসবজির হাট
সিলেটের সুরমা নদীলাগোয়া শাকসবজির হাট ‘টুকেরবাজার’। শহরতলির এই হাট টাটকা শাকসবজির জন্য সুপরিচিত। সিলেট সদরের বিভিন্ন এলাকার চাষিরা নানান শাকসবজি এখানে বিক্রির জন্য নিয়ে আসেন। শীতকাল শুরুর আগে থেকে এ হাটে শাকসবজি আনার দৃশ্য চোখে পড়ে। ভোর থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে হাট জমজমাট থাকে সকালে। স্থানীয়ভাবে চাষ করা নানা ধরনের শাকসবজি পাইকারি ও খুচরায় বিক্রি করেন কৃষকেরা।