ম্রো সম্প্রদায়ের জীবনযাপন

ম্রো সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর একটি। ম্রোরা বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। বান্দরবান জেলার লামা, আলীকদম, থানছি ও নাইক্ষ্যংছড়িতে মূলত ম্রোদের বসবাস।  এ জাতিগোষ্ঠীর মানুষদের একটা বড় অংশ পাহাড়ের প্রথাগত জুম চাষের ওপর নির্ভরশীল। জুমকে ঘিরেই নিয়ন্ত্রিত বেশির ভাগ মানুষের জীবন। তাদের জীবনযাপনের নানা অধ্যায় উঠে এসেছে ছবিতে। ছবিগুলো বান্দরবান আলীকদম রামরীপাড়ায়।

১ / ১২
সড়ক দিয়ে যেতে হয় ম্রো পাড়ায়।
২ / ১২
বিশেষ বাঁশের তৈরি বাঁশি বাজাচ্ছে কারবারি চিংতুই ম্রো।
৩ / ১২
ঘরের মধ্যে কাপড়ের দোলনায় ঘুমাচ্ছে এক শিশু।
৪ / ১২
ম্রো পাড়ায় শূকরের বিচরণ।
৫ / ১২
ছোট ভাইকে কোলে নিয়ে পাড়ায় ঘুরছেন তরুণী।
৬ / ১২
পাড়ায় বেশির ভাগ ঘর বাঁশের তৈরি।
৭ / ১২
জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে এক শিশু।
৮ / ১২
ঘরের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ডাল বাছাই চলছে।
৯ / ১২
৮০ বছরের এই নারী এখনো জুম চাষের কাজ করেন।
১০ / ১২
জুম চাষের ফলন আনতে ব্যবহার করা হয় এসব ঝুড়ি।
১১ / ১২
গ্রামের রাস্তা ধরে পাহাড়ে উঠছেন এক নারী।
১২ / ১২
মুখে মাটি চন্দন দিয়ে সেজেছে শিশুটি।