উড়ালসড়কে দৃষ্টিনন্দন দেয়ালচিত্র

কিছুদিন আগেও রাজধানীর মালিবাগ-মগবাজার উড়ালসড়কের খুঁটিতে রাজনৈতিক নেতা-কর্মী ও সিনেমার পোস্টার সাঁটানো থাকত। এখন সেখানে স্থান পেয়েছে দৃষ্টিনন্দন নানা দেয়ালচিত্র। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মগবাজার চৌরাস্তা থেকে রেলগেট পর্যন্ত উড়ালসড়কের খুঁটিগুলোতে রঙিন দেয়ালচিত্রের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এসব দেয়ালচিত্রের মাধ্যমে শিক্ষণীয় বার্তাও দেওয়া হচ্ছে। যেমন হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন, আসুন দেশকে ভালোবাসি প্রভৃতি।

১ / ১০
উড়ালসড়কের খুঁটিতে আঁকা দৃষ্টিনন্দন দেয়ালচিত্র।
২ / ১০
দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।
৩ / ১০
উড়ালসড়কের খুঁটিতে আঁকা নয়নাভিরাম দেয়ালচিত্র।
৪ / ১০
দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষণীয় বার্তা ‘পোস্টার না লাগাই’ ও ‘হর্ন বাজাবেন না’।
৫ / ১০
দেয়ালচিত্রে গ্রামীণ জনপদের দৃশ্য।
৬ / ১০
আহসান মঞ্জিলের চিত্র আঁকা হয়েছে।
৭ / ১০
দেয়ালচিত্রের মধ্যে ‘হর্ন না বাজাই’ লেখা হয়েছে।
৮ / ১০
উড়ালসড়কের পিলারের দুই পাশে শিক্ষণীয় বার্তা দেওয়া চিত্র।
৯ / ১০
গ্রামবাংলার বাউলের দৃশ্য।
১০ / ১০
দেয়ালচিত্রে সুন্দরবনের বাঘের দৃশ্য শোভা পাচ্ছে।