‘ম্রো’ জীবন

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ম্রোদের বসতি রয়েছে। থানচি, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়িসহ আরও বিভিন্ন জায়গায় তাঁদের বসবাস। বিশেষ করে থানচি উপজেলায় ম্রোদের বসতি সবচেয়ে বেশি। ম্রোরা ম্রু ও মুরং নামেও পরিচিত। সম্প্রতি তোলা ছবিতে ম্রোদের জীবন।

১ / ৯
বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত ম্রোদের গ্রাম ‘লাংরুই পাড়া’।
২ / ৯
শিশুপুত্রকে কোলে কাপড়ের সঙ্গে বেঁধে রান্নায় ব্যস্ত ম্রো নারী।
৩ / ৯
দুপুরে দিনের কাজ শেষ করে ঘরের মাচায় চুল শুকাচ্ছেন এক ম্রো নারী।
৪ / ৯
জুমের চাল ঝাড়ছেন এক ম্রো নারী।
৫ / ৯
বেত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের  ব্যবহার্য সামগ্রী বানান ম্রো নারী।
৬ / ৯
খাওয়ার পানি সংগ্রহের জন্য ম্রোদের অনেক পরিশ্রম করতে হয়। পাহাড়ের নিচ থেকে ঝুড়িভর্তি খাওয়ার পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
৭ / ৯
ম্রো ভাষায় সংকলিত শিশুদের স্কুলের বই।
৮ / ৯
ম্রোদের জীবন কঠোর পরিশ্রমের। এর মধ্যেই আনন্দে থাকেন তাঁরা
৯ / ৯
পাহাড়ের  জলবায়ু সমতলের চেয়ে অনেক স্বাস্থ্যকর। বৃষ্টিতে অসাধারণ রূপ নেয় পাহাড়ের প্রকৃতি।