শরৎ উৎসব

কবিতা, গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব উদ্‌যাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। যন্ত্রসংগীত, শিশু কিশোরদের পরিবেশনা, একক সংগীত, দলীয় সংগীত এবং দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

১ / ১১
নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা
২ / ১১
শিল্পী অনিমা রায়ের একক সংগীত পরিবেশনা
৩ / ১১
নৃত্য পরিবেশনা
৪ / ১১
শরৎ উৎসবে ছবি তুলছেন এক নারী।
৫ / ১১
কাশফুল ওড়াচ্ছেন নৃত্যশিল্পীরা।
৬ / ১১
দলীয় সংগীত গাইছে সীমান্ত খেলাঘর আসরের খুদে শিল্পীরা।
৭ / ১১
শিল্পীদের দ্বৈত নৃত্য।
৮ / ১১
শিল্পী প্রিয়াঙ্কা গোপের একক সংগীত পরিবেশনা।
৯ / ১১
ফাহিম হোসেন চৌধুরীর একক সংগীত পরিবেশনা।
১০ / ১১
দলীয় নৃত্য পরিবেশন করছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা।
১১ / ১১
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।