এটা কি সড়ক?
ছয় মাসের বেশি সময় ধরে রাজধানীর দক্ষিণখানের প্রধান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। উত্তরা-২ নম্বর সেক্টরসংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং থেকে দক্ষিণখানের মধুবাগ পর্যন্ত (এস এম মোজাম্মেল হক সড়ক) বিভিন্ন অংশে ঠিক মাঝবরাবর খুঁড়ে রাখা হয়েছে। পরিস্থিতি এমন যে সড়কের কোনো কোনো অংশে হাঁটার জায়গাটুকুও এখন নেই। ছবিগুলো গত শনিবার দুপুরে তোলা।