বাঁশের পণ্যই যাঁদের জীবিকার উৎস
প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশ দিয়ে গৃহস্থালির নানা পণ্য তৈরি করছেন এই ব্যক্তিরা। এখনকার দিনে প্লাস্টিক পণ্যে মানুষ অভ্যস্ত হলেও তাঁরা এই পেশা ছাড়েননি। বাঁশ দিয়ে তৈরি করছেন মুরগির খাঁচা, ডালি, কুলা, ঝাড়ুসহ নানা পণ্য। সকাল থেকে পরিবারের নানা বয়সের মানুষ এই কর্মযজ্ঞে নেমে পড়েন। পরিবেশবান্ধব এসব পণ্যের দামটাও নাগালের মধ্যে। ৪০ থেকে ১০০ টাকায় এসব পণ্য পাওয়া যায়। ২৫টি পরিবার এই পেশার মধ্য দিয়েই বছরের পর বছর জীবিকা নির্বাহ করছেন। ছবিগুলো সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িবাজার থেকে তোলা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০