শহীদ মিনার গড়ে শ্রদ্ধা...

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। তবু প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এলে শিক্ষার্থীরা মাটির বেদিতে কলাগাছ দিয়ে শ্রদ্ধাস্তম্ভ  তৈরি করে। এরপর সেখানে শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের। দিনটি ঘিরে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের ব্যস্ততা থাকে দুপুর পর্যন্ত। ২১ ফেব্রুয়ারিতে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার গড়ে শ্রদ্ধা নিয়ে ছবির গল্প

১ / ১০
কাঁচা মাটির বেদির ওপর কেটে আনা কলাগাছ দিয়ে তৈরি হয়েছে শহীদ মিনার
২ / ১০
শহীদ মিনারের তিন দিক দড়ি দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। সেই দড়িতে রঙিন কাগজ দিয়ে সাজানো হচ্ছে
৩ / ১০
ধানখেতের পথ ধরে প্রভাতফেরি করতে করতে স্কুল প্রাঙ্গণে আসছে কোমলমতি শিশুরা
৪ / ১০
স্কুলে অঙ্কন প্রতিযোগিতায় কী এঁকেছে, তা একজন আরেকজনকে দেখাচ্ছে
৫ / ১০
শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রধান শিক্ষক শিশুদের লাইনে দাঁড় করাচ্ছেন
৬ / ১০
শাড়ি পরে দুই শিশু এসেছিল ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে
৭ / ১০
বান্ধবীর মাথায় ২১ ফেব্রুয়ারি লেখা ফিতা মাথায় বেঁধে দিচ্ছে আরেক সহপাঠী
৮ / ১০
ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি
৯ / ১০
স্কুলটির শিক্ষকেরাও শহীদদের জানালেন শ্রদ্ধা
১০ / ১০
সবার শ্রদ্ধা জানানো শেষে সদ্য হাতে গড়া শহীদ মিনার