চট্টগ্রামে গ্যাস-সংকট, দুর্ভোগ

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম নগরবাসী। অনেকেই আজ সকালের খাবার তৈরি করেন লাকড়ির চুলায়। দুপুরের খাবার নিতে রেস্তোরাঁয় ভিড় করেন মানুষ। সংকট আরও বাড়তে পারে আশঙ্কায় সিলিন্ডার গ্যাস ও চুলা কিনছেন অনেকেই।

১ / ৮
গ্যাস না থাকায় বাসার ছাদে লাকড়ি দিয়ে চুলায় রান্না করছেন এক গৃহিণী। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায়।
২ / ৮
লাইনে গ্যাস নেই, স্টেশনে সাইনবোর্ড লাগানো হয়েছে। চট্টগ্রাম নগরের সিটি গেট মীর সিএনজি স্টেশনে।
৩ / ৮
গ্যাস পেতে সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। চট্টগ্রাম নগরের সিটি গেট মীর সিএনজি স্টেশনে।
৪ / ৮
গ্যাস সরবরাহ বন্ধ, তাই স্টেশনের সামনে রশি বেঁধে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট পাহাড়িকা স্টেশনে।
৫ / ৮
গাড়ি সারিতে রেখে গ্যাস পেতে অপেক্ষা চালকদের। চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট পাহাড়িকা স্টেশনে।
৬ / ৮
গ্যাস পেতে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট পাহাড়িকা স্টেশনে।
৭ / ৮
গ্যাস–সংকটের কারণে গ্যাস সিলিন্ডারের বিক্রি বেড়েছে। চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকায়।
৮ / ৮
চট্টগ্রাম নগরের বিভিন্ন রেস্তোরাঁয় দুপুর খাবার কিনতে ভিড় করে মানুষ।