ঈদে নতুন রূপে বিনোদনকেন্দ্র

ঈদের দিন বিকেল থেকে বিনোদনকেন্দ্র ও পর্যটন স্থানগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে অনেকেই ঘুরতে বের হন। খুলনায় ঘুরেফিরে কয়েকটি স্থানই মানুষের পছন্দের তালিকায় থাকে। খুলনার বিভিন্ন বিনোদনকেন্দ্রের ছবি দিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে।

১ / ৭
বটিয়াঘাটার কাজিবাছা নদীর পাড় ঘেঁষে দাকোপ-খুলনা সড়কের মনোরম দৃশ্য অনেককে আকর্ষণ করে।
২ / ৭
খালিশপুর ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট শিশুপার্ক নগরের মানুষের বিনোদনের অন্যতম স্থান।
৩ / ৭
ঈদ উপলক্ষে শিশুপার্কে শিশুদের জন্য রাইড প্রস্তুতে ব্যস্ত শ্রমিক।
৪ / ৭
ভ্রমণপিপাসু মানুষের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় খানজাহান আলী সেতু (রূপসা সেতু)। রাতের রূপসা সেতু আরও মনোমুগ্ধকর।
৫ / ৭
উল্লাস বিনোদন পার্কে আছে টয় ট্রেন।
৬ / ৭
উল্লাস বিনোদন পার্কের বড় পুকুর এবং তাতে ভাসা বোটগুলো আকর্ষণ করবে সবাইকে।
৭ / ৭
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে উল্লাস বিনোদন পার্ক। সাইকেল রেসিং, ব্যায়ামের ব্যবস্থাসহ এখানে সাতটি রাইড রয়েছে। রয়েছে নাগরদোলাও।