তাঁতের তৈরি কাপড়ের হাটে

সিরাজগঞ্জ জেলা সদর ছাড়াও প্রায় নয়টি উপজেলায় তাঁতের কাজ হয়। সেখানে শাড়ি ,লুঙ্গি, গামছা ছাড়াও বাহারি নকশার থ্রি-পিস তৈরি করা হয়। সিরাজগঞ্জ জেলা সদর ছাড়াও শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, এনায়েতপুর, পাঁচিলসহ বেশ কয়েকটি স্থানে বসে এই কাপড়ের হাট। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার—দুই দিন বসে তাঁত কাপড়ের হাট। চলে কেনা-বেচা। ছবিগুলো গত সোমবার সকালে সিরাজগঞ্জ হাট থেকে তোলা।

১ / ১২
হাটে হলুদ শাড়ি এভাবে দেখিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন। শাড়িটির দাম ধরা হয়েছে ৮০০ টাকা। এই দোকানে কাতান, জামদানি ও হাফ সিল্কের শাড়িও বিক্রি করা হয়।
২ / ১২
এসব দোকানে কম দাম থেকে শুরু করে দামি শাড়িও বিক্রি করা হয়।
৩ / ১২
বিক্রির আশায় থরে থরে গামছা সাজিয়ে রাখা হয়েছে। প্রতি থান গামছা ৪০০ থেকে ১ হাজার টাকায় পাইকারি দরে বিক্রি করা হয়।
৪ / ১২
লুঙ্গি দেখছেন একজন ক্রেতা।
৫ / ১২
তাঁতের কাপড় তৈরির অন্যতম উপকরণ সুতা। বিক্রির জন্য সুতার পসরা সাজিয়ে রেখেছেন এই বিক্রেতা।
৬ / ১২
হাটের পাশেই দোকানে বিক্রি হচ্ছে সুতা ভরানোর নল।
৭ / ১২
খুচরা বিক্রির জন্য কাপড়ের হাট থেকে পাইকারি দরে লুঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন এই ব্যবসায়ী।
৮ / ১২
হাট থেকে পাইকারি দরে কেনা লুঙ্গি ভটভটিতে তুলছেন এক ব্যবসায়ী।
৯ / ১২
তাঁতের তৈরি শাড়ি কিনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
১০ / ১২
১০. হাটে বিক্রির জন্য তাঁতের তৈরি লুঙ্গি নিয়ে বসে আছেন এই বিক্রেতা।
১১ / ১২
লুঙ্গির বিক্রির হিসাবের খাতা রেখেছেন এক তাঁতি।
১২ / ১২
হাট থেকে লুঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী।