কৃষকদের এখন ধান কাটার ব্যস্ততা

তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশির ভাগ অঞ্চল। কোথাও যেন স্বস্তি নেই এই গরমে। বৈরী এই আবহাওয়ার মধ্যেও কিছুটা স্বস্তিতে আছেন ধানচাষিরা। খরায় জমির ধান কেটে বাড়িতে তুলতে পারছেন তাঁরা। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রায় ৭০ শতাংশ বোরো ধান কাটা শেষ। গত রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে বোরো ধান কাটার ছবি নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

১ / ৯
ধান কাটা শেষে মাড়াই করতে ধান বয়ে নিয়ে যাচ্ছেন এক কৃষক।
২ / ৯
ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিকেরা। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত ধান কেটে ৮০০ থেকে ১০০০ টাকা মজুরি পান তাঁরা।
৩ / ৯
মাঠেই চলছে ধান মাড়াই।
৪ / ৯
মাড়াইযন্ত্র নেওয়া হচ্ছে মাঠে।
৫ / ৯
মাড়াই শেষে বিলেই ধান বস্তায় ভরা হয়েছে। এখন ডোঙায় বিল থেকে নিয়ে আসা হয়েছে।
৬ / ৯
ছায়ায় বিশ্রাম নিচ্ছেন কৃষক।
৭ / ৯
ধান কাটা শেষে আঁটি বাঁধাই হচ্ছে।
৮ / ৯
বৃষ্টি হবে শুনে যেন আরও দ্রুত জমির ধান কাটার তাগিদ কৃষক পদভানু ও তাঁর ছেলে দাউদ মোল্লার।
৯ / ৯
কৃষিশ্রমিকদের জন্য বোতলে খাবার পানি নিয়ে চলেছেন একজন।