বিলকাজলি গ্রামের টুপি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কর্মমুখর বগুড়ার ধুনট উপজেলার বিলকাজলি গ্রামের টুপিপল্লি। সেখানে দিনরাত চলছে টুপি তৈরি। দম ফেলানোর ফুরসত নেই পল্লির নারীদের। ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামের সব নারীই এই টুপি বানান। দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশের বাজারে চলে গেছে এই টুপি।

১ / ৭
বাড়ির উঠানে বসে টুপি বানাচ্ছেন নারীরা।
২ / ৭
টুপিপ্রতি মজুরি দেওয়া হয় ২০ টাকা। একজন নারী দিনে চার থেকে পাঁচটি টুপি বানাতে পারেন।
৩ / ৭
বছরজুড়েই গ্রামটির নারীরা টুপি বানাতে ব্যস্ত থাকেন।
৪ / ৭
টুপি বানাতে বানাতে চলে সুখ–দুঃখের গল্প।
৫ / ৭
এই টুপির একমাত্র উপকরণ সুতা। সাদা সুতা দিয়ে হয় নানা নকশা।
৬ / ৭
টুপি বানানো শেষের দিকে।
৭ / ৭
নিপুণ হাতে বানানো টুপি।