চট্টগ্রামে কোটাবিরোধীদের সড়ক অবরোধ

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক সিডিএ অ্যাভিনিউ সড়কটি বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট ও দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রেললাইনে বসে আন্দোলন করেন তাঁরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড়ে।

১ / ১২
আন্দোলনকারীরা শাটল ট্রেনে করে মাইক নিয়ে আসেন।
২ / ১২
রেললাইনে বসে শুরু হয় এদিনের আন্দোলন।
৩ / ১২
পতাকা হাতে মিছিল নিয়ে নগরের ২ নম্বর গেট মোড়ের দিকে যান শিক্ষার্থীরা।
৪ / ১২
সড়ক বন্ধ করার জন্য পুলিশের রাখা প্রতিবন্ধক নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
৫ / ১২
সড়কে বসে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
৬ / ১২
বন্ধ করে দেওয়া হয় সড়ক।
৭ / ১২
শিক্ষার্থীদের সড়ক অবরোধের মধ্যে একটি বাস এলে তাতে উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন।
৮ / ১২
পতাকা বুকে নিয়ে সড়কের ওপর শুয়ে পড়েন এক শিক্ষার্থী।
৯ / ১২
সড়কের চারপাশে বসে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
১০ / ১২
বাস চলাচলে বাধা দেন শিক্ষার্থীরা।
১১ / ১২
সড়কের এক পাশে পুলিশ অবস্থান নেয়।
১২ / ১২
চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।