দুর্গাপূজায় আবির উৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ছিল বিজয়া দশমী। দেবী দুর্গাকে বিদায়ের দিনে বাহারি রঙের শাড়ি পরে বরণডালা ও আবির নিয়ে আনন্দে মেতেছিলেন নারীরা। আজ রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তোলা ছবি।

১ / ৮
বরণডালা হাতে দেবী দুর্গার কাছে যাওয়ার অপেক্ষা।
২ / ৮
বিজয়া দশমীর দিনে বাহারি সাজে পূজামণ্ডপে নারীরা।
৩ / ৮
শঙ্খ বাজাচ্ছেন এক ব্যক্তি।
৪ / ৮
আবির খেলায় মেতেছেন দুজন।
৫ / ৮
একে অন্যের মুখে আবির লাগিয়ে দিচ্ছেন তাঁরা।
৬ / ৮
আবির উৎসবে এসেছিল শিশুরাও
৭ / ৮
একজনের কপালে আবির লাগিয়ে দিচ্ছেন আরেকজন।
৮ / ৮
নেচেগেয়ে দেবীকে বিদায় জানাচ্ছে ভক্তরা।