শরতে হাওরের সৌন্দর্য

এখন শরৎকাল। শরৎ মানে নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। নীল আকাশে সুতা-নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। হাওরপারে শরতের এমন রূপ আরও ভিন্ন, আরও মনোহরা। শরতে হাওরপারের ছবিগুলো গতকাল সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী, তেলখাল ও বুড়দেও হাওর থেকে তোলা।

১ / ৯
নীল আর নীল। শরতের আকাশের সঙ্গে হাওরের জলরাশির নীলাভ সৌন্দর্য।
২ / ৯
বর্ণী হাওরের জলে ভেসে চলেছে নৌকা।
৩ / ৯
শরতের নীল আকাশ আর বর্ণী হাওরের জলরাশি মিলেমিশে এক হয়েছে।
৪ / ৯
তেলিখাল হাওরের বুক চিরে চলছে নৌকা।
৫ / ৯
শরতের বিকেলে বর্ণী হাওরের জলে নৌকায় ভেসে মাছ ধরছেন দুজন।
৬ / ৯
তেলিখাল হাওরের আকাশে উড়ছে চিল।
৭ / ৯
তেলিখাল হাওরে নৌকায় করে গন্তব্যে যাচ্ছে মানুষ।
৮ / ৯
শরতে বুড়দেও হাওরের সৌন্দর্য।
৯ / ৯
বুড়দেও হাওরে শরতের পড়ন্ত বিকেল।