শীতে জমজমাট কম্বলের বাজার

কম্বলের ব্যবসা মৌসুমি। শীতেই মূলত এটি বিক্রি হয়। শৌখিন কম্বলের প্রায় পুরোটা আমদানিনির্ভর। সাধারণ মানের কম্বল তৈরি হয় দেশে। নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এলাকার পারিজাত সিটি মার্কেটের রয়েছে কম্বলের পাইকারি বাজার। বেশকিছু কারখানাও রয়েছে এখানে। পাইকারিতে দেশি কম্বল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৭৫০ টাকায়। বিদেশি কম্বলের দাম ৮০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। কম্বলের উৎপাদন ও বিকিকিনি নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১০
দোকানে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের কম্বল
২ / ১০
কম্বল দেখছেন একজন ক্রেতা
৩ / ১০
কম্বল তৈরি করার মোটা কাপড়ের রোল গোডাউনে গুছিয়ে রাখা হচ্ছে
৪ / ১০
রোল কেটে নির্দিষ্ট মাপের কম্বল প্রস্তুত করছেন কারিগর
৫ / ১০
কারখানায় কম্বল তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা
৬ / ১০
কম্বলের চারপাশে সেলাই করা হচ্ছে
৭ / ১০
কম্বল তৈরির পর তা খতিয়ে দেখছেন এক নারী
৮ / ১০
পছন্দ অনুযায়ী কম্বল কিনছেন ক্রেতারা
৯ / ১০
কম্বল তৈরির জন্য কাপড় বাছাই করছেন কারিগরেরা
১০ / ১০
খুচরা বাজারে বিক্রির জন্য কম্বল নিয়ে যাওয়া হচ্ছে