ম্রো জনগোষ্ঠীর চাংক্রান উৎসব
বান্দরবানে পালিত হলো ম্রো জনগোষ্ঠীর চাংক্রান উৎসব। বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার সরকারি প্রাথমিক স্কুলমাঠে এ উৎসব উদ্যাপন করা হয়। এ সময় বিভিন্ন পাড়া থেকে আসা দল অংশ নেয় ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাঁশি নৃত্যে। নেচে-গেয়ে বর্ষবরণের উল্লাসে মেতে ওঠেন স্থানীয় তরুণ-তরুণীরা। ম্রো জনগোষ্ঠীর সবচেয়ে জনপ্রিয় খেলা ‘তকেট’। এতে অংশগ্রহণকারীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করে। এ খেলায় অংশ নেন মূলত তরুণেরা। উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হস্তশিল্প, সুতা তৈরি, পুঁতির মালা তৈরি, তকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে উঠেছে পুরো পার্বত্য জেলা বান্দরবান। গত মঙ্গলবার সকালে এ উৎসব অনুষ্ঠিত হয়।