ঈদের ছুটিতে চিড়িয়াখানায়

রাজধানীর জাতীয় চিড়িয়াখানা মিরপুরে একটি খাঁচায় তিনটি কালো ভালুক। খাঁচার ভেতরে থাকা গাছের ডালের ওপর উঠে আছে একটি ভালুক। আরেকটি কখনো ডালে উঠছে, কখনো নেমে ছোটাছুটি করছে। অন্য ভালুকটির দুই হাত খাঁচার বেড়ায়। জিবটা বেড়ার জালের ফাঁক দিয়ে বারবার বের করছিল। আর এই তিন ভালুকের চঞ্চলতা দেখে দর্শনার্থীরা উচ্ছ্বসিত। বিশেষ করে শিশুরা। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এমন চিত্র দেখা গেল। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বহু মানুষ চিড়িয়াখানায় পশুপাখির সঙ্গে সময় কাটিয়েছেন।

১ / ১০
চিড়িয়াখানায় প্রবেশপথে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
২ / ১০
জিরাফের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়।
৩ / ১০
শিশুসহ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকে।
৪ / ১০
সিংহের খাঁচার সামনে উৎসুক এক শিশু।
৫ / ১০
রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোরেরা।
৬ / ১০
শিশুদের টয় ট্রেনে চড়ার জন্য আগ্রহ ছিল বেশি।
৭ / ১০
ঝিক ঝিক শব্দে চিড়িয়াখানার ভেতরেই ঘুরে চলে টয় ট্রেন।
৮ / ১০
হরিণের বিচরণ দেখতে উৎসুক দর্শনার্থীর ভিড়।
৯ / ১০
জিরাফকে কলা খাওয়াচ্ছেন এক কর্মচারী।
১০ / ১০
অভিভাবকের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে এসেছে শিশুটি।