বঙ্গবাজারে চৌকিতে বসে ব্যবসা শুরু

বঙ্গবাজারে ব্যবসায়ীরা চৌকিতে বসে বেচাকেনা শুরু করেছেন। ৪ এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যায় বঙ্গবাজারের হাজারো দোকানপাট। ঈদের আগে মজুত করা সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে ইট বিছিয়ে বালু ফেলার হয়েছে।
আজ বুধবার সকালে গিয়ে দেখা যায়, কিছু দূর পরপর কাঠের চৌকি বসানো হয়েছে। ব্যবসায়ীরা কেউ কেউ শামিয়ানা টানিয়ে বসেছেন রোদের মধ্যে। কেউ কেউ মাটিতে ছাতা পুঁতে নিচ্ছেন। ধীরে ধীরে বেচাকেনায় মুখরিত হচ্ছে পুরো এলাকা।

১ / ৮
ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে বালু, ব্যবসায়ীরা চৌকি নিয়ে বসতে শুরু করেছেন
২ / ৮
সারি বেঁধে কিছু দূরে দূরে বসানো হচ্ছে চৌকি
৩ / ৮
চৌকিতে মালামাল আনছেন ব্যবসায়ীরা
৪ / ৮
ভিড় বাড়তে শুরু করেছে
৫ / ৮
শামিয়ানা টানিয়ে নিয়েছেন কেউ কেউ
৬ / ৮
প্রখর রোদে টেকা দায়। তবু নতুন কিছুর স্বপ্ন তাঁদের চোখে
৭ / ৮
মাটিতে ছাতা পুঁতে নিচ্ছেন ব্যবসায়ীরা
৮ / ৮
বিকিকিনিও শুরু হয়েছে ইতিমধ্যে

৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে যায় সবকিছু। আগুন আশপাশের মার্কেটগুলোয় আগুন ছড়িয়ে পড়েছিল। আগুনে আশপাশের ছয়টি মার্কেটের কয়েক হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।