জমজমাট গদখালী ফুলের বাজার

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে বেড়ে যায় ফুলের চাহিদা। একই সঙ্গে বাড়ে দেশের ফুলের পাইকারি বাজারগুলোয় বিকিকিনি। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের বাজারেও দেখা যায় একই চিত্র। যশোর-বেনাপোল মহাসড়কের পাশেই এ বাজার আজ ১৩ ফেব্রুয়ারি ছিল ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম।

১ / ১১
যশোরের ঝিকরগাছার সৈয়দপাড়া গ্রামের গোলাপচাষি রমজান আলী খেত থেকে ফুল তুলছেন।
২ / ১১
গোলাপ কিনে রাস্তার পাশে রেখেছেন বেপারিরা।
৩ / ১১
সাইকেলে করে বাজারে ফুল নিয়ে এসেছেন এক বিক্রেতা।
৪ / ১১
ভ্যানে করে নিয়ে আসা হয়েছে গ্লাডিওলাস ও রজনীগন্ধা ফুল।
৫ / ১১
তাজা গোলাপে পরানো হয়েছে মোড়ক। দিনের শুরুতে এসব গোলাপ বিক্রি হয়েছে ১৮ থেকে ২৫ টাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে দাঁড়ায় ১২ থেকে ১৬ টাকা।
৬ / ১১
বাজারে গ্লাডিওলাস ও জারবেরা ফুলের সমাহার।
৭ / ১১
ফুল দূরদূরান্তে নিতে খবরের কাগজ দিয়ে মোড়ানো হচ্ছে।
৮ / ১১
নানান রঙের জারবেরা ফুলের চাহিদা রয়েছে।
৯ / ১১
ফুলের প্যাকেটে লেখা হচ্ছে গন্তব্যের ঠিকানা।
১০ / ১১
বাজারে ছিল ক্রেতা-বিক্রেতাদের ভিড়।
১১ / ১১
বস্তায় বেঁধে বাসের ছাদ করে ফুল পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে।