বগুড়ার শেরপুরের বিখ্যাত দই

বগুড়ার বিখ্যাত সরার দই এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জিআইয়ের জন্য আবেদনে বলা হয়েছে, এ দইয়ের উৎপত্তিস্থল জেলার শেরপুর। প্রায় দেড় শ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু হয়। শেরপুরে দই তৈরির প্রবর্তক ঘোষপাড়ার নীলকণ্ঠ ঘোষ। উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাঁরা যত্নবান হওয়ায় বগুড়ার দই স্বাদে ও গুণে তুলনাহীন। প্রায় দেড় শ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু।
বাড়ি বাড়ি গরুর দুধ সংগ্রহ থেকে শুরু করে দই তৈরির বিভিন্ন ধাপের চিত্র তুলে ধরা হয়েছে। ছবিগুলো সম্প্রতি বগুড়ার শেরপুরের বিভিন্ন দই কারখানায় ঘুরে তোলা।
১ / ১২
দই তৈরির জন্য গ্রামীণ নারীদের লালন-পালন করা গাভির দুধ কিনে নিচ্ছেন এক গোয়ালা
২ / ১২
গ্রাম থেকে কেনা দুধ পাতিলে ভরে শেরপুর শহরে আনছেন এক ভ্যানচালক
৩ / ১২
কাপ দই তৈরির প্রস্তুতি নিচ্ছেন এক কারিগর।
৪ / ১২
দই তৈরির জন্য বালতি থেকে কড়াইয়ে দুধ ঢালা হচ্ছে
৫ / ১২
কড়াইয়ে জ্বাল হচ্ছে দুধ
৬ / ১২
দুধ জ্বাল হয়ে গেছে। চুলা থেকে লাকড়ি সরিয়ে নিচ্ছেন এক কারিগর
৭ / ১২
দইয়ের সরায় আগুনের তাপ দেওয়া হচ্ছে
৮ / ১২
জ্বাল দেওয়া দুধ ঘন হয়ে গেছে। সেগুলো বালতিতে ভরে নিচ্ছেন এক কারিগর
৯ / ১২
চুলার চারপাশে রাখা সরায় ঢালা হচ্ছে ঘন দুধের মিশ্রণ
১০ / ১২
প্রায় এক মণ দুধ থেকে ২৬ থেকে ২৯টি সরা দই তৈরি হয়
১১ / ১২
চুলার গরম ভাপে জমাট বাঁধার পর তৈরি হয় জিআই প্রাপ্ত সরা দই
১২ / ১২
সরা দই পেয়েছে জিআই স্বীকৃতি। সেই সরা দই বিক্রির জন্য শেরপুরের একটি শোরুমে সাজিয়ে রাখা হয়েছে