ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল থেকেই সাগরে মাছ ধরার ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে। আগাম সতর্কতা হিসেবে লাল পতাকা উড়িয়ে মার্কিংয়ের মাধ্যমে বারবার বিপৎসংকেত দেওয়া হচ্ছে। নিরাপদ আশ্রয়ে ঘূর্ণিঝড়কেন্দ্রে চলে যেতে প্রচারণা চলানো হচ্ছে। এ ঝড় থেকে বসতবাড়ি রক্ষার জন্য বাসিন্দারা ঘরের চারপাশ রশি দিয়ে গাছের সাথে বেঁধে দিয়েছেন। ঘূর্ণিঝড় মোখার কারণে জাল ও নৌকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলেরা।