শিশু-কিশোরদের কাজুবাদাম খাওয়ার ‘অভিযান’...

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বন বিভাগের একটি সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে রাজেশপুর ইকোপার্ক। যেখানে শালবাগানের সঙ্গে গড়ে তোলা হয়েছে বিশাল কাজুবাদামের বাগান। প্রতিবছরের এ সময়টায় দরপত্র আহ্বানের মাধ্যমে কাজুবাদাম বিক্রি করা হয়। ইজারাদার বাগানের কাজুবাদাম সংগ্রহ করার পর যা অবশিষ্ট থাকে, তাতে ভাগ বসায় আশপাশের এলাকার শিশু-কিশোরেরা। কেউ বাড়িতে নিয়ে যায়। কেউ বাগানেই চুলা বানিয়ে আগুন জ্বেলে ভেজে খায়। ছবিগুলো গত শনিবার তোলা।

১ / ১১
গাছে ঝুলে আছে হলুদ রঙের পাকা কাজুবাদাম।
২ / ১১
কাজুবাদাম পাড়ার জন্য দল বেঁধে গাছে উঠছে শিশু-কিশোরেরা।
৩ / ১১
গাছে ওঠা একটি শিশু কাজুবাদাম পাড়ছে, অন্যজন তা-ই দেখছে।
৪ / ১১
মাটিতে পড়ে থাকা কাজুবাদাম কুড়িয়ে নিচ্ছে কয়েকটি শিশু-কিশোর।
৫ / ১১
কয়েকটি পাকা কাজুবাদাম।
৬ / ১১
সংগ্রহের পর কাজুবাদাম ভাগ করে নিচ্ছে দুই শিশু।
৭ / ১১
এক শিশু বাড়িতে নিয়ে যাচ্ছে কাজুবাদাম।
৮ / ১১
কাজুবাদাম নিয়ে যাচ্ছে দুই শিশু।
৯ / ১১
কাজুবাদাম ভাজার জন্য চুলা তৈরি করছে শিশুরা।
১০ / ১১
কাজুবাদাম ভাজায় যোগ দিয়েছে পাঁচ শিশু।
১১ / ১১
ভাজার পর চলছে কাজুবাদাম খাওয়া।