মেহেদি রাঙা হাত
মেহেদির রঙে হাত রাঙানোটা ঈদ আনন্দে যোগ করে নতুন মাত্রা। তাই ঈদের কেনাকাটা শেষে অনেকেই ছুটছেন হাতে মেহেদি দিতে। বিভিন্ন পারলার ও বিপণিবিতানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে। অনেক সংগঠন ও মেহেদি শিল্পীরা আয়োজন করেছেন ‘মেহেদি ফেস্টিভ্যাল’। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত রাঙানো হচ্ছে বিভিন্ন বয়সের মেয়েদের হাত। নকশাভেদে প্রতিটি হাত রাঙাতে নেওয়া হচ্ছে ২৫০ থেকে ২ হাজার টাকা। চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ‘আমি প্লাজায়’ মেহেদি রাঙানো নিয়ে এবারের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯