সালুটিকরে নৌকার হাট
সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরু থেকে নৌকার হাট বসে। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। প্রতিটি নৌকা আকার ও মানভেদে বিক্রি হয় ৪০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত। ছবিগুলো শনিবার তোলা।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩